Top News

চিন্ময় দাসের মুক্তি চেয়ে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা

DAILYNEWS.ORG
চিন্ময় দাসের মুক্তি চেয়ে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা
সুনামগঞ্জের জামালগঞ্জে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট করায় ছেলেকে থানায় দিয়েছেন বাবা। বুধবার (২৭ নভেম্বর) সকালে অভিযুক্ত অভি দাসকে তার বাবা বিমল দাস থানায় হস্তান্তর করেন। অভি দাস উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের বিমল দাসের ছেলে।

google newsকুমিল্লার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভি দাস (১৭) নামের এক কিশোর। এই পোস্টে যুদ্ধের হুঁশিয়ারি দেন অভি দাস। এ ঘটনা জানাজানিহলে স্থানীয় আলেম-ওলামাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার সকালে অভিযুক্ত অভি দাসকে তার বাবা বিমল দাস থানায় হস্তান্তর করেন।এর আগে মঙ্গলবার রাতে অভি দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লেখেন ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই। যদি মুক্তি না দেয়া হয় তাহলে আপনারা ভুলবেন না সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনিরা। আমরা অলটাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রাম সেনা, রাম রাম।’

রাতেই আলেমদের একটি গ্রুপ সাচনা বাজারে অভিযুক্ত অভি দাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ও অভি দাসকে গ্রেপ্তারের দাবি জানান। বিকেলে উপজেলার আলেম- ওলামাগন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে অভিযুক্ত অভি দাসের বাবা বিমল দাস তার ছেলের ভুল হয়েছে স্বীকার করে, ছেলেটাকে ক্ষমা করে দেবার অনুরোধ জানান। পরে সকলে ঐক্যবদ্ধভাবে থানায় গেলে অভি দাসও উপস্থিত সকলকে বলেন, এটা আমার ভুল হয়েছে, শেষে মুচলেকা দিয়ে ছাড়া পান অভি।


জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ. ম কামাল হোসাইন বলেন, বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বসে সমাধান করেছেন বলে আমাকে অবহিত করলে, মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Post a Comment

Previous Post Next Post