কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণে আর মাত্র দুদিন বাকি। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় কমলা-ট্রাম্পের পরস্পরিরোধী আক্রমণে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এরই মধ্যে প্রায় ৭ কোটির বেশি আগাম ভোট দিয়েছেন ভোটাররা।

বিভিন্ন জরিপে দেখা গেছে, রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় শেষ সময়ের প্রচারে ব্যস্ত ট্রাম্প-কমলা
যুক্তরাষ্ট্রের অন্যতম দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগান ও উইসকনসিনে দুটি নির্বাচনী সমাবেশ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, উইসকনসিনের অ্যাপলটন ও মিলওয়াকিতে প্রচার চালিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

স্থানীয় সময় শুক্রবার (১ নভেম্বর) রাতে তারা অঙ্গরাজ্যগুলোতে এ সমাবেশ করেন। খবর বিবিসির।
মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা ও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র মোতায়েন করবে তার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান।

শনিবার (২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন নির্বাচন: কে বসবেন মসনদে নজর গোটা বিশ্বের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বিস্তর প্রভাব দেখা যায় বিশ্বজুড়ে। কে বসবেন মসনদে সে দিকে তাকিয়ে থাকে ইউরোপ, এশিয়া, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলো। ট্রাম্প বা কমলা যিনিই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হোন না কেন, তার সঙ্গে সম্পর্ক কেমন হবে এর ওপর নির্ভর করে সেসব দেশের নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্ক।

গাজা যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা চীন-তাইওয়ান সংঘাত, এসব স্থানে অন্যতম মুখ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ধনী দেশ ও অন্যতম প্রধান সামরিক শক্তি হিসেবে পরিচিত এই দেশটি বিভিন্ন উন্নয়নশীল ও অনুন্নত দেশকে সাহায্য সহযোগিতা দেয়ার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিয়ে থাকে।
লিজ চেনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, তোপের মুখে ট্রাম্প
সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প। লিজ চেনিকে তাক করে কয়েক ব্যারল গুলি চালিয়ে পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। নিজের এ বক্তব্যের পক্ষে সাফাই গাইতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিক চেনিকে খুনি বলে সম্বোধন করেন তিনি।

নির্বাচনের বাকি মাত্র আর অল্প কিছুদিন। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে প্রায় প্রতিদিনই চলছে কথার লড়াই।
এছাড়া ট্রাম্প মার্কিন নাগরিকদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন কমলা। হ্যারিসকে সমর্থন জানাতে নেভাদার প্রচারণায় যোগ দেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ।





Post a Comment