Top News

আ.লীগ নেতার বাসা থেকে ৫ তরুণীসহ আটজন গ্রে’প্তা’র

DAILYNEWS.ORG

আ.লীগ নেতার বাসা থেকে ৫ তরুণীসহ আটজন গ্রে’প্তা’র


ব্রাহ্মণবাড়িয়ায় পতিতাবৃত্তির দায়ে পাঁচ তরুণীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শহরের হালদারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফারহানা আক্তার (২১), বিউটি খানম (৩০), সীমা আক্তার (২৪), আবেদা সেনথি (২৮), রুমা আক্তার (১৯), শুভ (২৬), রিফাত (২৬) ও হৃদয় (২১)।

পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মো. আনারের শহরের হালদারপাড়ার বহুতল বাসভবনে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান চালিয়ে ভবনটির ছাদ থেকে পাঁচ তরুণী ও তিন যুবককে আটক করা হয়। পরে তারা পুলিশের কাছে তাদের কৃতকর্মের কথা স্বীকার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, দণ্ডবিধির ২৯০ ধারা মোতাবেক প্রসিকিউশনের মাধ্যমে বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। পরে দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন উপজেলায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মো. আনারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক।

Post a Comment

Previous Post Next Post