Top News

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

DAILYNEWS.ORG

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ


এবার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ওপর পচা ডিম নিক্ষেপ করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এমন ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেয়া হয়। তাকে ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশ করানোর সময় বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে স্লোগান দেন। এ সময় কয়েকজন ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

পরে সুমনকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট থানার এসআই লিটন রায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সুমনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সৈপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করা হয়। এ ছাড়া হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের মামলা এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেফতার করা হয়। বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকার কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে নেয়া হয়। হবিগঞ্জে আদালতে যাওয়ার সময় ‘আমি কারাগারে রয়েছি, এতে আমার কোনো দুঃখ নেই। আমি চাই বাংলাদেশ ভালো থাকুক, হবিগঞ্জ ভালো থাকুক’ বলে ব্যারিস্টার সুমন প্রতিক্রিয়া জানান। এর আগে তাকে কারাগার থেকে আদালতে নেয়ার খবর পেয়ে চুনারুঘাট উপজেলার ২৫ থেকে ৩০ জন মধ্যবয়সী নারী ও যুবক সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

Post a Comment

Previous Post Next Post