Top News

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও হাসিনা হলের নাম পরিবর্তন

DAILYNEWS.ORG

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও হাসিনা হলের নাম পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং অপরটি হল শেখ হাসিনা হল।

বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম রাখা হয়েছে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম রাখা হয়েছে ‘বিপ্লবী সুনীতি-শান্তি হল’।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৫ আগস্ট থেকেই দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এছাড়াও আবাসিক হলগুলো থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামও মুছে ফেলেছেন তারা


Post a Comment

Previous Post Next Post