জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ!
‘জয়বাংলা স্লোগান’ দেয়া সেই সিভিল সার্জনকে বাধ্যতামূলক অবসর

ডা. জালাল উদ্দীন আহমেদ। ফাইল ছবি
‘জয়বাংলা স্লোগান’ দেয়ায় ওএসডি হিসেবে বদলির একদিন পর বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদকে এবার বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে। সোমবার ( ৪ নভেম্বর) তাকে অবসরে পাঠিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জালাল উদ্দীন আহমেদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। এর একদিন না যেতেই সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এএম আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরের আদেশ জারি কর।
সারাদেশ
য় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ প্রকাশিত : ২১:২৫, ০৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ২১:৩৫, ০৪ নভেম্বর ২০২৪

ককটেল বিস্ফোরণ । ছবি : সংগৃহীত
নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচপায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোবরচোপা প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে এই ঘটনা ঘটে।
বদলগাছী থানার ওসি শাহজাহান আলী জানান, রাত ৮টার দিকে দুটি মাইক্রোবাসে করে কয়েকজন গোবরচোপা স্কুল গেটের সামনে দাঁড়ান। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে আটটি ককটেল নিক্ষেপ করেন তারা। তার মধ্যে দুটির বিস্ফোরণ ঘটে। বাকি ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করতে পারিনি পুলিশ।
আরও পড়ুন : নিভে গেল দুই বন্ধুর জীবন
এ দিকে বিস্ফোরণের ঘটনার পর আওয়ামী লীগকে দায়ী করে বিচার দাবিতে তাৎক্ষণিক মিছিল করেছে স্থানীয় বিএনপি।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
প্রকাশিত : ২১:২৩, ০৪ নভেম্বর ২০২৪

ডা. জালাল উদ্দীন আহমেদ। ফাইল ছবি
‘জয়বাংলা স্লোগান’ দেয়ায় ওএসডি হিসেবে বদলির একদিন পর বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদকে এবার বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে। সোমবার ( ৪ নভেম্বর) তাকে অবসরে পাঠিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জালাল উদ্দীন আহমেদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। এর একদিন না যেতেই সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এএম আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘যেহেতু, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ (স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন)-এর চাকরিকাল ২৫ বছর পূর্ব হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে, সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
আরও পড়ুন : গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর এক অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয়বাংলা স্লোগান’ দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জেনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।
ওই দিন রাতেই জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে ২৭ অক্টোবর একই দাবিতে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন বিএনপি ও সহযোগী সংগঠন।

Post a Comment