Top News

হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম

DAILYNEWS.ORG

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু এবং পেঁয়াজের দাম। আলু কেজি প্রতি ৩ টাকা কমে ৬০ থেকে ৬২ টাকায় এবং পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি বেশি হওয়াতে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা।


গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।


হিলিতে আলু ও পেঁয়াজ কিনতে আসা আহনাফ আফিফ বলেন, গতকাল বাজারে আসছিলাম আলু এবং পেঁয়াজের দাম কিছুটা বেশি ছিল। আজ শুক্রবার হিলির খুচরা বাজারে আলু এবং পেঁয়াজের দাম কমেছে। কেজি প্রতি ভারতীয় আলু ৬৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে অন্যদিকে দেশি পেঁয়াজ ১০০ টাকা বিক্রি হচ্ছে। দাম এখনো আমাদের সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে আছে। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক। সেই সঙ্গে আলু কেজি প্রতি ৩০ টাকা এবং পেঁয়াজ কেজি প্রতি ৪০ টাকা বিক্রি হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে।


হিলি বাজারে আলু ও পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। এর ফলে মোকামে কিছুটা সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে করে দাম কমতে শুরু করেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কম।হিলি কাস্টমসের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার ভারতীয় ৫৫ ট্রাকে ১ হাজার ৫২০ টন আলু এবং ১৩ ট্রাকে ৩৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

Post a Comment

Previous Post Next Post