Top News

অতিরিক্ত মদপানে স্কুলছাত্রীর মৃত্যু

DAILYNEWS.ORG
অতিরিক্ত মদপানে স্কুলছাত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় অতিরিক্ত মদপানে দশম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার মহাজন গ্রামের মালোপাড়ায় এ ঘটনা ঘটলেও বুধবার (২০ নভেম্বর) দুপুরে এলাকায় বিষয়টি জানাজানি হয়।

মৃত শিক্ষার্থীর নাম পূজা কর। সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে। এ ঘটনায় অপর স্কুলছাত্রী ত্রিনয়নী বিশ্বাস (১৫) অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী। ত্রিনয়নী রাজবাড়ীর পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, কার্তিয়ানী পূজা উপলক্ষে পূজা ও তার খালাতো বোন ত্রিনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে যায়। মঙ্গলবার দুজনে মদপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পূজাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ সাইফুল্লাহ বেলাল জানান, পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার পরিবার জানায় পূজা অতিরিক্ত মদপান করেছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ত্রিনয়নীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post