Top News

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নয়া মোড়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন

DAILYNEWS.ORG
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নয়া মোড়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন

রুশ অভ্যন্তরে মার্কিন অস্ত্র দ্বারা ইউক্রেনকে হামলা চালাতে জো বাইডেন প্রশাসন অনুমতি দেয়ার পর পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়েছে। এ অবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রাথমিক অনুমতি দিয়েছেন। তিনি বলেন, পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নেবে। খবর রয়টার্স

রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা অথবা বিমান হামলার মতো ঘটনা ঘটলে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। প্রাথমিক ঘোষণায় এমনটাই নির্দেশনা দেয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নয়া মোড়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন

রুশ অভ্যন্তরে মার্কিন অস্ত্র দ্বারা ইউক্রেনকে হামলা চালাতে জো বাইডেন প্রশাসন অনুমতি দেয়ার পর পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়েছে। এ অবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রাথমিক অনুমতি দিয়েছেন। তিনি বলেন, পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নেবে। খবর রয়টার্স

রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা অথবা বিমান হামলার মতো ঘটনা ঘটলে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। প্রাথমিক ঘোষণায় এমনটাই নির্দেশনা দেয়া হয়েছে।

জোটভূক্ত সদস্য রাষ্ট্রের দ্বারা রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন শুরু হলে মস্কো বসে থাকবে না। এর পাল্টা প্রতিক্রিয়া গ্রহণ করা হবে। এমনটাই জানিয়েছেন পুতিন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনেন। সেখানে বলা হয়, যে কোনো বিতর্কিত হামলা যৌথ হামলা হিসেবে বিবেচনা করবে রাশিয়া। এতে করে হামলা চালানো রাষ্ট্রের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার সুযোগ পাবে মস্কো।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২ বছরে বেশি সময় ধরে চলা যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে ১৯৬২ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর কঠিন স্নায়ু যুদ্ধ চলছে।

Post a Comment

Previous Post Next Post