Top News

ঝিনাইদহের সাবেক দুই এমপি জামিনে মুক্ত

DAILYNEWS.ঝিনাইদহের সাবেক দুই এমপি জামিনে মুক্ত
ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি অন্তর্বর্তী জামিন পেয়েছেন।

রোববার বিকালে ৫ হাজার টাকা মুচলেকায় জেলা ও দায়রা জজ আদালত জামিন দেন তাদের। সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তারা।কারাগার থেকে বেরিয়ে একটি সাদা রংয়ের জিপে তাহজীব আলম সিদ্দিকী সমি এবং ছাই রংয়ের অপর একটি প্রাইভেটকারে চড়ে নায়েব আলী জোয়ারদার কারাগার ত্যাগ করেন। এ সময় স্বল্পসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ বিএনপি নেত্রী শামা ওবায়েদের বিরুদ্ধে হত্যা মামলা
আইনজীবী আব্দুল মান্নান ও শামসুজ্জামান তুহিন জানান, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার দুইটি মামলায় এবং ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি একটি হত্যাসহ তিন মামলায় কারাগারে ছিলেন। অন্তর্বর্তী জামিন পেয়েছেন তারা।আইনজীবীরা আরও জানান, রোববার অসুস্থতার কারণ দেখিয়ে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানানো হলে শুনানি শেষে বিচারক মো. ইমরান হোসেন চৌধুরী আগামী ধার্য তারিখ ১ ডিসেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেন তাদের।
Advertisement

আরও পড়ুনঃ সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেপ্তার
জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি সভাপতি এমএ মজিদের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় নায়েব আলী জোয়ারদারকে ১২ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে এবং তাহজীব আলম সিদ্দিকী সমিকে জামায়াত কর্মী ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা শিক্ষক আ. ছালাম হত্যাসহ তিন মামলায় ৭ নভেম্বর সাভার থেকে গ্রেফতার করে র‌্যাব।

Post a Comment

Previous Post Next Post