DAILYNEWS.ORG
হঠাৎ সেভেন সিস্টার্সের গুরুত্বপূর্ণ রাজ্যে হঠাৎ ১০ হাজার সেনা পাঠাচ্ছে ভারতজাতিগত সংঘাতে জর্জরিত ভারতের উত্তরপূর্ব অঞ্চলের রাজ্য মণিপুরে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ভারতীয় সরকার। এ নিয়ে ‘সেভেন সিস্টার্সের’ গুরুত্বপূর্ণ এই রাজ্যে ভারতের কেন্দ্রীয় বাহিনীর মোট কোম্পানির সংখ্যা ২৮৮-তে পৌঁছাবে বলে জানিয়েছেন রাজ্যের প্রধান নিরাপত্তা উপদেষ্টা। খবর এনডিটিভির।
মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেন, এই ৯০টি কোম্পানি বা প্রায় ১০ হাজার ৮০০ কেন্দ্রীয় বাহিনীর সদস্য মণিপুরে মোতায়েন করা হলে মোট কোম্পানির সংখ্যা হবে ২৮৮। ২০২৩ সালেল মে মাস থেকে শুরু হওয়া মণিপুরের সহিংসতায় এ পর্যন্ত ২৫৮ জন প্রাণ হারিয়েছেন।তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতোই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার।
আরও পড়ুনঃ শেখ হাসিনার সর্বশেষ অবস্থান নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক-রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করবো আমরা। যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে।
তিনি আরও বলেন, গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে।গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে। এ বিষয়ে নাহিদ বলেন, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে।

Post a Comment