Top News

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ভোট গণনা শুরু, এগিয়ে যে প্রার্থী

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ভোট গণনা শুরু, এগিয়ে যে প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৬:২৬, ০৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ০৬:৫০, ০৬ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষের দিকে। কয়েকটি অঙ্গরাজ্যে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রথমে ভোটগ্রহণ শেষ হওয়ায় কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এসব রাজ্যে শুরু হয়েছে গণনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের যথাক্রমে আটটি ও ১১টিসহ মোট ১৯টি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন  ট্রাম্প। অন্যদিকে ভারমোন্ট রাজ্যের মাত্র তিনটি ‘ইলেক্টোরাল কলেজ’ পেয়েছেন কমলা হ্যারিস।

এদিকে বাংলাদেশ সময় বুধবার (০৬ অক্টোবর) সকাল সোয়া ছয়টা পর্যন্ত গণনা হওয়া ভোটের ২৬ লাখ ৯০ হাজার ৬৩০ ভোট পেয়েছেন কমালা হ্যারিস, যা গণনা করা ভোটের ৪৪ দশমিক ৮ শতাংশ। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৫৮ হাজার ভোট, যা গণনা করা ভোটের ৫৪ দশমিক ২ শতাংশ।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবশ্য বেশি ভোট পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ নেই। মূলত ইলেক্টোরাল কলেজের মাধ্যমে জয় পরাজয় নির্ধারিত হয়। যেমন ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে ৩০ লাখ ভোট কম পেয়েও, ইলেক্টোরাল কলেজে এগিয়ে থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প।



প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের জাতীয় স্তরের নির্বাচনী লড়াইয়ের বদলে জয়ী-পরাজিত নির্ধারিত হয় একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।

ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেক্টোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আর ওই প্রার্থীর রানিং মেট হবেন ভাইস-প্রেসিডেন্ট।

Post a Comment

Previous Post Next Post