Top News

বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় ছিনতাইকারী গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার

DAILYNEWS.ORG
বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় ছিনতাইকারী গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার
নারায়ণগঞ্জে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে নিহতের মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে।

গ্রেপ্তার অনিক (২৮) নগরীর সুকুমপট্টি এলাকার নয়নের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ অন্তত আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এসব তথ্য জানান।

পুলিশ জানায়, ১২ ডিসেম্বর ভোরে এআইইউবির শিক্ষার্থী সীমান্ত তার দেওভোগের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। ভোর ৬টার দিকে বাড়ির পাশের ডিআইটি আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে ২০ বছর বয়সি সীমান্তকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা লুট করা হয়।

গুরুতর সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুই দিন পর শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Post a Comment

Previous Post Next Post