Top News

শ্বশুরের সাথে মতের অমিল হলে কি করেন ফাহাম আব্দুস সালাম?

DAILYNEWS.শ্বশুরের সাথে মতের অমিল হলে কি করেন ফাহাম আব্দুস সালাম?
পিনাকি ভট্টাচার্যের সাথে ভার্চুয়াল এক আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমি উনার রাজনীতি বিষয়ে তেমন মন্তব্য করি না। তবে বিএনপির কোনো বিষয়ে আমার ভিন্নমত থাকলে আমি তা জানাই উনাকে। তবে জনসম্মুখে এসব নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাই না। আমি একজন প্রাইভেট মানুষ। আলমগীর সাহেব খুবই সম্মানিত ও গুরুত্বপূর্ণ মানুষ। উনার সাথে আমার কি কথা হয় সেটি আমি গোপনীয়তা রক্ষা করবো।আলোচনায় তিনি আরো বলেন, আমি হাসিনা ও শেখ মুজিবকে অপছন্দ করতাম কারণ তারা সবচেয়ে নিকৃষ্ট ছিল। কিন্তু আমি সবসময় সবার মতামত সম্মান করি।

Post a Comment

Previous Post Next Post