Top News

ইসলাম অবমাননার দায়ে শ্রীলংকায় বৌদ্ধ ভিক্ষুর কারাদণ্ড

DAILYNEWS.ORG

ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে কট্টরপন্থি এক বৌদ্ধ সন্ন্যাসীকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন শ্রীলংকার আদালত। খবর বিবিসির।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৬ সালের একটি মন্তব্যের জন্য গালাগোদাত্তে জ্ঞানসারাকে দোষী সাব্যস্ত করা হয়। রায়ে ৯ মাসের কারাদণ্ডের পাশাপাশি তাকে ১৫০০ শ্রীলংকান রুপি জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।

শ্রীলংকায় বৌদ্ধ সন্ন্যাসীদের সাজা দেওয়ার নজির নেই বললেই চলে। তবে কট্টরপন্থি সন্ন্যাসী জ্ঞানসারা এ নিয়ে দ্বিতীয়বারের মত দণ্ডিত হলেন। ২০১৯ সালেও তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, পরে তিনি রাষ্ট্রপতির ক্ষমা পান।

তার বিরুদ্ধে রায়ের সময় আদালত বলেছে, শ্রীলংকার সংবিধান অনুযায়ী ধর্ম নির্বিশেষে সকল নাগরিক তার বিশ্বাস অনুযায়ী ধর্মচর্চার অধিকার রাখেন।

গালাগোদাত্তে জ্ঞানসারা দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তার শাসনামলে জ্ঞানসারা শ্রীলঙ্কার একটি সিংহলি জাতীয়তাবাদী বৌদ্ধ দলের নেতৃত্বে ছিলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য প্রেসিডেন্টের গঠিত বিশেষ ট্রাস্কফোর্সের প্রধান হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন।

তবে ধর্মীয় সম্প্রীতির চেয়ে বরং বিদ্বেষ উসকে দেওয়ার ক্ষেত্রেই বেশি ভূমিকা রাখতে দেখা যায় জ্ঞানসারাকে। গত বছর দেশটির মুসলিম সংখ্যালঘুদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার দায়ে জ্ঞানসারাকে চার বছরের সাজা দেন আদালত। তবে আপিলে তাকে জামিন দেওয়া হয়েছিল।

এর আগে ২০১৮ সালে জ্ঞানসারাকে আদালত অবমাননা এবং দেশটির একজন নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্টের স্ত্রীকে ভয় দেখানোর অভিযোগে ছয় বছরের সাজা দিয়েছিলেন আদালত। তবে শ্রীলংকার তৎকালীন রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার কাছ থেকে ক্ষমা পাওয়ায় তাকে ৯ মাসের বেশি কারাভোগ করতে হয়নি।

এদিকে নতুন করে পাওয়া সাজার বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছেন জ্ঞানসারা। তবে আপিলের চূড়ান্ত রায় হওয়ার আগে তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বিচারক।
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post