Top News

আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান সারলেন সোহেল তাজ

DAILYNEWS.ORG
আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান সারলেন সোহেল তাজ
শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে বিশেষ মুহূর্তে আংটি বদল করেন তিনি।প্রচ্ছদপাঁচ মিশালী


‘আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান সারলেন সোহেল তাজ
ডেস্ক রিপোর্ট প্রকাশঃ ৩১ ডিসেম্বর, ২০২৪
 Share

শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে বিশেষ মুহূর্তে আংটি বদল করেন তিনি।

google newsকুমিল্লার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।


কনে আয়রন গার্লখ্যাত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে।


তবে নিজের বিয়ে বা বাগদান নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি দেশের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post