Top News

যৌবন ধরে রাখতে’ ছেলের রক্ত ব্যবহারে মরিয়া মা, সামাজিক মাধ্যমে তোলপাড়

DAILYNEWS.ORG
যৌবন ধরে রাখতে’ ছেলের রক্ত ব্যবহারে মরিয়া মা, সামাজিক মাধ্যমে তোলপাড়

যৌবন ধরে রাখার পাশাপাশি সৌন্দর্য অটুট রাখা এবং বুড়িয়ে যাওয়া রুখে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিতে মরিয়া ৪৭ বছর বয়সী মা। ‘হিউম্যান বার্বি’ নামে পরিচিত লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা মার্সেলা ইগলেসিয়াস দাবি করেন, তিনি যৌবন ধরে রাখার জন্য তার ২৩ বছর বয়সী ছেলের রক্ত​নেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। তিনি ইতোমধ্যেই কসমেটিক সার্জারি বাবদ এক লাখ ডলারের সমপরিমাণ অর্থ খরচ করেছেন।রক্ত নেয়ার পরিকল্পনার বিষয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে মার্সেলা জানিয়েছেন, শরীরে তারুণ্যের কোষ পুনর্জীবিত এবং ধরে রাখার জন্য অভিনব ও কার্যকর পদ্ধতি হচ্ছে তরুণ-তরুণীর শরীরের রক্ত গ্রহণ করা। এক্ষেত্রে নিজের ছেলে বা মেয়ের রক্ত​ব্যবহার করলে এর কার্যকারিতা ও উপকারিতা ব্যাপকমাত্রায় বেড়ে যায়। তার ছেলে রদ্রিগো এ পদ্ধতি সম্পর্কে সচেতন এবং সে এটি তার মায়ের জন্য করতে আগ্রহী। এমনকি এই পদ্ধতিতে তার দাদিকেও সহায়তা করার জন্য উচ্ছ্বসিত ও মুখিয়ে রয়েছে রদ্রিগো। খবর এনডিটিভির। 

তিনি আরও জানান, স্টেম সেল থেরাপি নেয়ার পর তিনি জানতে পারেন, কম বয়সী দাতার কোষ থেকে অনেক উপকার পাওয়া যায়, বিশেষ করে যখন দাতা তার নিজের ছেলে।

আরও পড়ুন : এবার ছড়িয়ে পড়েছে রহস্যজনক ভাইরাস, উপসর্গের ধরন প্রকাশ

মার্সেলা জানিয়েছেন, এমন রক্ত সঞ্চালন পদ্ধতি শরীরে পূর্ণমাত্রায় অক্সিজেন বহনকারী নতুন রক্তকোষ নিয়ে আসে। এতে বিপুল পরিমাণে প্লাজমা প্রোটিন এবং ক্লটিং ফ্যাক্টর গ্রহণকারীর শরীরে চলে আসে। যা দ্রুত রক্তপাত বন্ধের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বা রোগ নিরাময়ে সহায়ক হয়। তিনি জানিয়েছেন, এই প্রক্রিয়া তার শরীরকে পুনর্জীবিত করতে পারবে এবং তাকে শক্তিশালী ও সুস্থ অনুভব করতে সহায়ক হবে। তিনি চলতি বছরের শুরুতেই পদ্ধতিটি নেয়ার পরিকল্পনা করেছেন এবং বর্তমানে একজন দক্ষ চিকিৎসক খুঁজছেন। খবর এনডিটিভির।

Post a Comment

Previous Post Next Post